আমি মুসলিম

লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ০৯ মার্চ, ২০১৭, ০৯:০০:৫৮ রাত

আমি মুসলিম

তাই আমি অনেক ধর্মিক

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিনা

আমি ন্যায়ের পথে সদা নির্ভিক।

.

আমি মুসলিম

দেশকে অনেক ভালোবাসি

জাতিয়তাবাদে জাগ্রত আমি

স্বপ্ন দেখি সবাই থাকব পাশাপাশি।

.

আমি মুসলিম

সকল ধর্মে করি সদাচারণ

সীমানা প্রাচীর বাধানয় আমার

আমি পৃথিবীর সর্বত্রে করি বিচরণ।

.

আমি মুসলিম

ধর্মে-ধর্মে করিনা কোন পার্থক্য

মানুষ সকলে এক আদম সন্তান

আমি প্রতিষ্ঠা করি ভ্রাতৃত্ত্ব।

.

আমি মুসলিম

অবিশ্বাসের মূলে করি পদাঘাত

অন্ধ বিশ্বাস থেকে মুক্ত,আমি-

কুসংস্কারকে দেইনা নাজাত।

.

আমি মুসলিম

কাওসার থেকে করি পান

অবিশ্বাসীদের মনে ত্রাস,আমি-

বর্ণি খোদার মান।

.

আমি মুসলিম

প্রশংসা করি এক আল্লা'র

তাঁরই পবিত্রতা বর্ণনা করে

সেজদায় পড়ি বারবার।

.

আমি মুসলিম

ন্যায়ের জন্য সদা লড়ি

তাগুতকে ধ্বংসি আমি,তাই

শয়তান ডাকে আমায় বিদ্রোহী।

.

আমি মুসলিম

আমি বিদ্রোহী নজরুলের অতৃপ্ত আত্মা

শোষণের নাগপাত ছিন্নকরি

আমি খোদার স্রষ্ট স্বতন্ত্র সত্ত্বা।

.

আমি মুসলিম

সদা সত্য বলি

শান্তিতে নোবেল চাইনা,আমি-

শোষিতদের পদে দলি।

বিষয়: সাহিত্য

৭০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File